মুম্বইয়ের ক্রান্তি ময়দান থেকে আওয়াজ উঠল — এন আরসি সে আজাদি/সিএএ সে আজাদি। তারকা সমাবেশে মিছিলের ভিড় বেড়েছে সময় যত এগিয়েছে। জাভেদ আখতার পুত্র ছিলেন মিছিলের সামনের সারিতে। সঙ্গে রাজ বব্বর, মিলিন্দ দেওরা, হুসেইন দলোয়াই, শাহিদ মির্জা সুশান্ত সিংয়েরা। ছাত্রদের মিছিলে সকলে আমন্ত্রিত। সেই মিছিল থেকেই আওয়াজ উঠেছে যা কাঁপন ধরাতে বাধ্য দিল্লি দরবারের। শুধু অভিনেতারা নন, ছিলেন অনেক বিশিষ্টরা। মোদি-শাহ বিরোধী স্লোগানে ছিল মিছিল মুখরিত। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, মিছিলের স্বপক্ষে বার্তা দিয়েছেন, মহেশ ভাট, পরিণীতি চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, জাভেদ আখতার। শুধু তাই নয়, সুদূর নিউ ইয়র্ক থেকে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, পথে যদি নামতে হয়, তাহলে হবে।
