Thursday, May 15, 2025

ব্যাকফুটে থাকা বঙ্গ- বিজেপি’র ‘ত্রাতা’ এখন কট্টর কমিউনিস্ট ঋত্বিক ঘটক

Date:

হোক না ঋত্বিক ঘটকের জীবনদর্শন বাম মতাদর্শের উপর শক্তপোক্তভাবে দাঁড়িয়ে৷
নাগরিকত্ব আইন নিয়ে আসার জন্য মোদি-কে ধন্যবাদ জানাতে বঙ্গ-বিজেপি কমিউনিস্ট ঋত্বিককেই চেপে ধরেছে৷ সম্ভবত দেশভাগের কালে
শরণার্থীদের পাশে দাঁড়িয়ে এই বিজেপি’র পূর্বসূরীরা সেসময় কিছুই বলেননি, তাই ‘কমিউনিস্ট’ ঋত্বিক ঘটকই একমাত্র ভরসা৷

মোদি-শাহের যুগলবন্দিতে তৈরি হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন কেন অত্যন্ত উপযোগী, বাংলার মানুষকে তা বোঝাতে শেষ পর্যন্ত ঋত্বিক ঘটকের শরণাপন্ন হয়েছে রাজ্য বিজেপি৷ বিরোধীদের তোপ-মোকাবিলায় এবার
ঋত্বিক ঘটকের তৈরি দেশভাগের যন্ত্রণাবিদ্ধ ছবির কিছু সংলাপকেই বর্ম হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
আগামী 23 ডিসেম্বর নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায়
মিছিল করবে বিজেপি।সেখানেই ঋত্বিক ঘটকের তৈরি ছবির সংলাপ নিয়ে এক কোলাজ দেখানোর চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির৷ কেন্দ্রের বিজেপি সরকার কতখানি ‘উদ্বাস্তুপ্রেমী’, তা বোঝাতে
5-6 মিনিটের একটি ভিডিও বানাচ্ছে পদ্ম-পক্ষ৷ সেই ভিডিও-তে ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’-র কিছু সংলাপকেই ব্যবহার করা হচ্ছে৷ বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, “ঋত্বিকের মেঘে ঢাকা তারা, কোমলগান্ধার-সহ একাধিক ছবিতে হিন্দু বাঙালি শরণার্থীর দুর্দশার কথা বলা হয়েছে। ছবিতে থাকা এ সম্পর্কিত সংলাপ-দৃশ্য কোলাজের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানো হবে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য।”à§·
নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল এখন গোটা দেশ। কলকাতাতেও টানা মহামিছিলও করেছে নাগরিক সমাজ। ওই আইনের প্রতিবাদে টানা আন্দোলনের চাপে বঙ্গ-বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে৷ তাই পাল্টা প্রচারে মরিয়া হয়ে রাজ্য বিজেপি ধর্ম-রাজনীতির বিরোধী ‘বামপন্থী’ ঋত্বিককে জড়িয়ে ধরতেও লজ্জা পাচ্ছে না। বিজেপির আর এক নেতা শমীক ভট্টাচার্যের কথায়, ‘ঋত্বিক ঘটকের রাজনৈতিক পরিচয় জরুরি নয়। ওঁর ছবিতে দেশভাগের যন্ত্রণার কথা এসেছে। সেটাই নতুন করে তুলে ধরার কথা ভাবা হচ্ছে”।

এদিকে, বিজেপির এই ‘সস্তা’ ছককে তীব্র আক্রমণ করেছেন বাংলার বিদ্বজ্জনেরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, “ঋত্বিক ঘটককে এভাবে
খণ্ডিত ও বিকৃত ভাবে ব্যবহার করা মানবতার বিরুদ্ধে অপরাধ। ঋত্বিক ঘটক বেঁচে থাকলে এই আইনের বিরোধিতায় পথে নামতেন৷ তার কারণ, একটা সম্প্রদায়কে এর বাইরে রাখা হয়েছে৷
বিজেপি ঋত্বিকের ছবির দৃশ্য-সংলাপ ব্যবহার করে নিজেদের উদ্বাস্তুপ্রেম প্রমাণ করতে চাইলে, তা হবে নিতান্তই

 

Related articles

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...
Exit mobile version