Thursday, August 21, 2025

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

Date:

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty) টহল দেওয়ার সময় এমজি রোড এবং স্ট্র্যান্ড রোডের ক্রসিং-এ একটি কালো ব্যাগ দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই ব্যাগের মালিককে খোঁজে সেটি তাঁর হাতে তুলে দেন সৌভিক। অকুণ্ঠ ধন্যবাদ জানান বিশেষভাবে সক্ষম ব্যাগের মালিক অনিলকুমার গুপ্ত (Anil Kumar Gupta)।

এদিন সন্ধে ছটা নাগাদ টহলদারির সময় কালো ব্যাগটি রাস্তায় পড়ে থাকতে দেখেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি (Howrah Bridge Traffic Guard)। ব্যাগের মধ্যে ব্যাংকের নথি এবং নগদ প্রায় এক লক্ষ টাকা। পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর, ব্যাগের মালিক অনিলকুমার গুপ্তের সন্ধান পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। বিশেষভাবে সক্ষম অনিল এমজি রোড ধরে চারচাকার স্কুটারে যাওয়ার সময় ব্যাগটি পড়ে যায়। তখন খেয়াল করতে পারিনি তিনি। ব্যাগের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনিল। তখনই তাঁকে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের তরফ থেকে ডেকে পাঠানো হয়। পরিচয় যাচাই করে নগদ টাকা ও নথি-সহ ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

এর আগেও অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানো, হারিয়ে যাওয়া নথি উপযুক্ত মালিকের হাতে তুলে দেওয়া বা রাস্তা হারিয়ে ফেলা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। এদিন ফের তাঁর তৎপরতায় হারানিধি ফেরত পেলেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি। সৌভিক ও তাঁর টিমের তৎপরতায় মূল্যবান জিনিস ফেরত পেয়ে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন অনিল। জানান, টাকাটি একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য নিয়ে যাচ্ছিলেন। টাকা হারিয়ে গিয়েছে ভেবে ভেঙে পড়েছিলেন তিনি। এখন ফেরত পেয়ে স্বস্তি পেয়েছেন। পুলিশকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান অনিলকুমার গুপ্ত। প্রশংসা করেন কলকাতা ট্রাফিক পুলিশের তৎপরতার।

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version