Monday, November 10, 2025

কাশ্মীর নিয়ে সমালোচনা, মার্কিন বৈঠক বাতিলে ঘরে-বাইরে কটাক্ষ বিদেশমন্ত্রীকে

Date:

এবার সমালোচনার মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কোনও কারণ না জানিয়ে তিনি বাতিল করলেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। দিন কয়েক আগে মার্কিন বিদেশ দফতর থেকে সমালোচনা করা হয় কাশ্মীর পরিস্থিতি নিয়ে। সেই কারণেই বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই ধারণা আরও স্পষ্ট করে জয়শঙ্কর জানিয়েছেন, জম্মু-কাশ্মীর নিয়ে যে ধারণা পোষণ করা হয়েছে, আমার মনে হয় তা সঠিক নয়। মার্কিন সফরে জয়শঙ্করের বৈঠক করার কথা ছিল মার্কিন বিদেশ দফতরের সদস্যদের সঙ্গে যে প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন এমপি প্রমীলা জয়পালও।

এই প্রমীলা জয়পালকে নিয়েই জয়শঙ্করের সমস্যা। তিনি বলেছিলেন, কাশ্মীরে ১৩৪দিন ধরে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ। তারপরই জয়শঙ্কর জানান, ওই বৈঠকে প্রমীলা না থাকলে তিনি আলোচনায় বসতে পারেন। কিন্তু মার্কিন প্রতিনিধি দলের প্রধান এলিয়ট অ্যাঞ্জেল সাফ জানান এই অনুরোধ রাখা সম্ভব নয়। জয়শঙ্কর এরপর তাঁর সফর বাতিল করেন। পাল্টা প্রমীলা বলেন, ভারতের মোদি সরকার যে বিরুদ্ধ কোনও মত গ্রহণ করতে পারে না, তার উদাহরণ এই ঘটনা। কাশ্মীর নিয়ে আলোচনা জরুরি ছিল। যতটা জরুরি ছিল না কে বৈঠকে থাকবেন বা থাকবেন না। পাল্টা জয়শঙ্কর বলেন, কেউ যদি খোলা মনে আলোচনার চাইতে আগাম সিদ্ধান্ত তৈরি করে বৈঠকে বসেন, সেই বৈঠকের নির্যাস মোটেই ফলপ্রসূ হয় না। ঘটনার তীব্র সমালোচনা করে ট্যুইট করে মোদি সরকারের অসহিষ্ণুতাকে এক হাত নিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version