Monday, November 17, 2025

এই না হলে পাকিস্তান! ফাঁসির আগে মুশারফের মৃত্যু হলে তিনদিন মৃতদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ কোর্টের

Date:

মধ্যযুগীয় প্রতিহিংসা চরিতার্থ করায় মদত দিচ্ছে খোদ বিচারব্যবস্থাই? পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতের রায়ের পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে।

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফকে দেশদ্রোহের অভিযোগে ফাঁসির সাজা দিয়েছে পাক আদালত। সেই রায়েই বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই যদি মুশারফের মৃত্যু হয়, তাহলে তাঁর মৃতদেহ ইসলামাবাদের ডি-চকে তিনদিন ধরে ঝুলিয়ে রাখতে হবে। এই ডি-চক পাকিস্তানের পার্লামেন্টের কাছেই অবস্থিত। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই চাঞ্চল্যকর রায় দিয়েছে। অতীতেও এধরনের প্রতিহিংসা প্রদর্শনমূলক রায় দিয়েছিল পাক আদালত। যেখানে এক সিরিয়াল কিলারকে মেরে তার দেহ টুকরো টুকরো করার নিদান দিয়েছিল খোদ বিচারব্যবস্থাই।

এদিকে দুবাইতে চিকিৎসারত মুশারফ বলেছেন, দীর্ঘদিন দেশের সেবা করেছি। তারপরেও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এই মামলা ও এই সাজা। তাঁকে বা তাঁর আইনজীবীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট।

জেনারেল মুশারফের বিরুদ্ধে এই রায়ে অসন্তুষ্ট পাক সেনাও। এক বিবৃতিতে পাক সশস্ত্রবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, যিনি 40 বছর ধরে দেশের সেবা করেছেন, দেশকে রক্ষা করার লড়াই লড়েছেন, তিনি কখনও দেশদ্রোহী হতে পারেন না। আদালত সংবিধানকে উপেক্ষা করেছে।

Related articles

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...
Exit mobile version