রাজ্যের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো হাইভোল্টেজ ম্যাচে গ্যালারি ভর্তি দর্শকের জন্য এই মুহূর্তে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিধাননগর পুলিশ। এরপর এই ম্যাচের আয়োজক মোহনবাগানের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনুরোধ করে ম্যাচ পিছিয়ে দেওয়ার। মোহনবাগানের সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

শুক্রবার সেই বাতিল হওয়া কলকাতা ডার্বির নতুন দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন। রবিবারের বাতিল আই লিগ ডার্বি হবে আগামী ১৯ জানুযারি। শুক্রবার দুই দলকেই চিঠি দিয়ে বড় ম্যাচের নতুন দিন জানিয়ে দিয়েছে AIFF.

তবে ১৯ জানুযারি ডার্বি ম্যাচ হওয়ায় দুই প্রধানেরই আই লিগের সূচিতে আরও কিছু বদল হচ্ছে। ২১ জানুযারি ইস্টবেঙ্গল বনাম আইজল আর ১৭ জানুযারি নেরোকা বনাম
মোহনবাগান ম্যাচের সূচি বদলাচ্ছে।
এদিকে, যারা ইতিমধ্যেই অনলাইনে রবিবার বড় ম্যাচের টিকিট কেটে ফেলেছিল, তাঁদের মধ্যে ম্যাচ বাতিল হওয়ায় কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। ফেডারেশনের পক্ষ থেকে অবশ্য দর্শকদের আশ্বস্ত করা হয়েছে। রবিবার ডার্বির জন্য অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন,তাঁরা সেই টিকিট দিয়েই ১৯ জানুয়ারিতে বড় ম্যাচ দেখতে পাবেন। আবার রবিবার দর্শকরা চাইলে টিকিটের টাকা ফেরতও নিতে পারেন।
