সিএএ-র বিরোধিতায় রণক্ষেত্র লখনউ, বেঙ্গালুরু। বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান এমনকী গুলিও চালাতে হয় পুলিশকে। কিন্তু হিংসার জবাবে অস্ত্র না তুলে জাতীয় সঙ্গীতকে আশ্রয় করেছেন বেঙ্গালুরুর এক পুলিশকর্তা। বৃহস্পতিবার, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের উত্তাল হয় বেঙ্গালুরু। সকালেই আটক করে হয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। এই খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভ ব্যাপক আকার নেয়। এই অবস্থায় প্রতিবাদীদের সংযত করতে জাতীয় সঙ্গীত গাইলেন বেঙ্গালুরুর ডিসিপি (সেন্ট্রাল)। ঘটনাস্থলে দাঁড়িয়েই খালি গলায় জাতীয় সঙ্গীত শুরু করেন তিনি। এরপরেই পুলিশ ও বিক্ষোভকারী গাওয়ার আহ্বান জানান। আশ্চর্যজনক ভাবে সেই আহ্বানে সাড়া দেন বিক্ষোভকারীরাও। সবাই মিলে এ বিরল মুহূর্তের জন্ম দেন। ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
দিল্লিতে অগ্নিগর্ভ পরিস্থিতিতেও পুলিশকর্মীদের দিকে গোলাপ ফুল এগিয়ে দিয়েছেন প্রতিবাদী পড়ুয়ারা। তার সঙ্গেই যুক্ত হল আরও এক দৃষ্টান্তমূলক মুহূর্তের।
