শিলংয়ের সৌন্দর্য উপভোগ করতে লাগবে বিশেষ অনুমতি!

ইনার লাইন পারমিট (আইএলপি) চালু হওয়ার সম্ভাবনা মেঘালয়ে। সেক্ষেত্রে যত সহজে শিলং পৌঁছাতে পারেন, তা কিন্তু আর সম্ভব হবেনা । শিলংয়ের সৌন্দর্য উপভোগ করতে লাগবে বিশেষ অনুমতি!
বৃহস্পতিবার মেঘালয় বিধানসভা এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, বড়দিনের উৎসব শেষ হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেঘালয়বাসীকে আইএলপি-এর কথা জানাবেন ।দেশ স্বাধীন হলেও নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মিজোরামে প্রবেশের জন্য ভিন রাজ্যের ভারতীয় নাগরিকদের বিশেষ অনুমতি নিতে হয় । যদিও সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন থেকে মুক্ত রাখা হয় আইএলপি–‌থাকা রাজ্যগুলিকে।

বিদেশ ভ্রমণের জন্য যেমন ভিসা লাগে, তেমনই জটিল এই অনুমতি পত্র সংগ্রহ। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত আবেদন পত্রের সঙ্গে ছবি ও টাকা জমা দিয়ে আবেদন করতে হয়। দিতে হয় নাগরিকত্বের প্রমাণও। আবেদনের ৪৮ ঘণ্টা পর মেলে আইএলপি।

তাই আইএলপি চালু হলে এবার যখন–‌তখন শিলং যাওয়া সম্ভব হবে না ।

আরও পড়ুন-ঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান

 

Previous articleঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান
Next articleরাজ্যে ফের অ্যাসিড হামলার শিকার এক তরুণী