Friday, November 14, 2025

রাজ্যে রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ তার মাঝেই উল্টো ছবি৷

দেশের প্রায় ১ হাজার ১০০ জন গবেষক, বুদ্ধিজীবী, শিক্ষক নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-এর পাশে
দাঁড়ালেন৷ একইসঙ্গে যৌথভাবে এক বিবৃতিও প্রকাশ করেছেন তাঁরা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন দীর্ঘ দিনের দাবি৷ যে সব সংখ্যালঘু শরণার্থী বা উদ্বাস্তুরা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাঁদের কথা বিবেচনা করেই এই সংশোধনী। বিবৃতিতে CAA-এর সমর্থক এই বুদ্ধিজীবীরা এই আইন সংশোধনের জন্য সংসদ ও কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মতে, কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে আসা সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে। এবং এর ফলে ভারতীয় সভ্যতার নীতিগত উন্নয়ন ঘটেছে। একইসঙ্গে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রসঙ্গও টানা হয়েছে এই বিবৃতিতে। বলা হয়েছে, নতুন এই নাগরিকত্ব আইন উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য সঠিক সিদ্ধান্ত। এই আইনের ফলেই দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঠিক দিক সামনে এসেছে। এই আইনে কোনও নাগরিককেই তাঁর ধর্ম ও জাতি দিয়ে দেখা হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইনেও তা অক্ষরে অক্ষরে মানা হয়েছে।

একইসঙ্গে বিবৃতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে দেশজুড়ে চলতে থাকা হিংসায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, তার যেন কোনও ভাবেই ভ্রান্ত হয়ে ভুল পথে না হাঁটেন।

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version