Sunday, November 9, 2025

জ্বলছে যোগীর রাজ্য, এবার পুলিশের গুলিতে ৬জনের মৃত্যু

Date:

Share post:

জ্বলছে যোগীর রাজ্য। কম করে ২০টি জেলায় চলল জনতা-পুলিশ সংঘর্ষ। আর সেই আন্দোলনের উপর পুলিশের গুলিতে মৃত্যু হল ৬জনের। পুলিশ জানিয়েছে বিজনৌরে ২জন এবং সম্ভল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মৃত্যু হয়েছে। পুলিশ বলছে তারা গুলি চালায়নি। গুলি চালিয়েছে আন্দোলনকারীরাই। যদিও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বন্দুক তাক করে আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়ছে পুলিশ। শোনা গিয়েছে গুলির শব্দও।

সব থেকে বড় কথা হল পুলিশ বলছে এই হিংসায় বাঙালিরা জড়িয়ে এবং বহিরাগত রয়েছে। এরা বাংলায় কথা বলছিল। এখন দেখার বিষয় তার পশ্চিমবঙ্গ থেকে এসেছে কিনা! পশ্চিমবঙ্গ থেকে গিয়ে উত্তরপ্রদেশে আন্দোলন করা হচ্ছে, এমন চিত্রনাট্য পুলিশ কী করে সাজালো সেটাই রাজনৈতিক মহলের অবাক জিজ্ঞাসা। জেলায় জেলায় ইট বৃষ্টি, পাথর ছোড়া, রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টা পুলিশের পাথর ছোড়া, এটাই ছিল শুক্রবার উত্তরপ্রদেশের দৃশ্য। প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে মিছিল হয়েছে পুলিশ সেই মিছিলে লাঠি চালিয়েছে কম করে দশ জনের বেশি আহত হয়েছেন এবং এক কিশোরের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। শুক্রবার ফিরোজাবাদ, ভদোহি, বাহারাইচ, ফারুকাবাদে নিষেধাজ্ঞা ভেঙে মিছিল হলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। গোটা রাজ্যে প্রায় ৭০জন পুলিশের মারে আহত হয়েছেন বহু জেলায় বন্ধ ইন্টারনেট। আজ, শনিবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...