Sunday, November 16, 2025

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের বৈঠকে নিজেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যপাল !

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন নিয়ে সংঘাত আরও চরম পর্যায়ে পৌঁছালো। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের বৈঠকে নিজেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। রাজভবন সূত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়েছে । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় জগদীপ ধানকড় চ্যান্সেলর হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবম কোর্টের দশম সভার সভাপতিত্ব করবেন সোমবার, ২৩ শে ডিসেম্বর, ২০১৯, দুপুর ২ টায়।

ইতিমধ্যেই শনিবারের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক কে বাতিল বলে ঘোষণা করেছেন রাজ্যপাল।মূলত শনিবারের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত সোমবার কোর্টের বৈঠকে অনুমোদিত হওয়ার কথা। সেই বৈঠকে নিজেই সভাপতিত্ব করবেন বলে ট্যুইটও করেছেন রাজ্যপাল নিজেই।

তাই প্রশ্ন উঠেছে, ২৪ ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন কি হচ্ছে? অন্তত রবিবারের পরিস্থিতি আবারও সেই প্রশ্ন তুলে দিল।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বিশ্ববিদ্যালয়়ে়ের সমাবর্তন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মূলত রাজ্যপাল ক্যাম্পাসে এলে ছাত্রবিক্ষোভের আশঙ্কা রয়েছে। এই কারণ দেখিয়ে শনিবার এমনই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। কারণ হিসাবে বিশ্ববিদ্যালয় জানিয়েছিল , ছাত্রদের তরফে রাজ্যপালকে সমাবর্তনের দিন বয়কটের ডাক দেওয়া হয়েছে। ফলে রাজ্যপাল এলে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শনিবারই অবশ্য সমাবর্তন পিছিয়ে নেওয়া নিয়ে নিজের ক্ষোভ জানান রাজ্যপাল। শিক্ষায় বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেেন তিনি। রবিবার আরও একধাপ এগিয়ে জানিয়ে দিলেন, শনিবারের বৈঠক তিনি বাতিল করেছেন। তার হাতের ক্ষমতা ব্যবহার করে ইসির সিদ্ধান্ত খারিজ করছেন।
রাজ্যপাল সেই খারিজের কথা উপাচার্য কে চিঠি পাঠিয়ে জানিয়ে়ে দিয়েছেন। যদিও রাজ্যপাল এর হাতে এই ক্ষমতা আছে  কিনা সেই বিষয়ে আইনজীবিদের মতামত নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আচার্য তার পাঠানো চিঠিতে স্পষ্ট করে জানিয়েে দিয়েছেন শনিবারের ইসির সিদ্ধান্ত বেআইনি। চিঠিতে তিনি আরও বলেছেন আইনেে বলা আছে রাজ্যপাল মনে করলে ইসির বৈঠক বাতিল করার জায়গা রয়েছে আইনে। আর সেটাই তিনি করেছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফেে এখনও পর্যন্ত চিঠিি প্রাপ্তির কথা স্বীকার করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের তরফে অবশ্য জানানো হয়েছে তিনি কোর্টের চেয়ারম্যান। আসলে আসতেই পারেন। এদিকে সোমবার রাজ্যপালের ক্যাম্পাস এ যাওয়া নিয়ে অশান্তির আশঙ্কাক করছে বিশ্ববিদ্যালয়।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version