সোমবার সকাল আটটা থেকে ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। গণনার শুরু থেকেই সামান্য এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম জোট।

বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল কিন্তু কংগ্রেস জোটকেই এগিয়ে রেখেছিল। যা বেশ চাপে রেখেছে বিজেপিকে।

এখনও পর্যন্ত গণনার যা গতিপ্রকৃতি তাতে, তাতে এই রাজ্যে ক্ষমতা হারাতে পারে বিজেপি।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন (এগিয়ে):

বিজেপি-২৭টি
জেএমএম ও কংগ্রেস জোট-৪১টি
জেভিএম-৩টি
এজেএসইউ-৪টি
উল্লেখ্য, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট পেতে পারে ৩৫-৫০ আসন। বিজেপি পেতে পারে ২২-৩২ আসন।

অন্যদিকে, আইএনএস-সি ভোটার-এবিপি নিউজের সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে জোটকেই। তারা পেতে পারে ৩৫ আসন। ৩২ আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, অন্যান্যরা পেতে পারে ১৪ আসন।
