Monday, November 17, 2025

অমিত শাহ যেন অন্য মানুষ, বিনম্রভাবে তাঁর আর্জি:কারুর নাগরিকত্ব যাবে না, এনআরসি নিয়ে আর চর্চার দরকার নেই

Date:

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পর মঙ্গলবার এনআরসি ইস্যুতে স্পষ্টভাবে অবস্থান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহ বুঝিয়ে দিলেন, এনআরসি বা নাগরিকপঞ্জি নিয়ে এখন আর এগোবে না বিজেপি সরকার। আগে এই ইস্যুতে তিনি যে কথাই বলুন না কেন, দেশজোড়া প্রতিবাদ-বিক্ষোভ-বিতর্কের মুখে অাগের অবস্থান বদল করছে মোদি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি সর্বভারতীয় সব চ্যানেলে সম্প্রচারিত হয়। এদিনের সাক্ষাৎকারে বিজেপির সভাপতি দৃশ্যতই ছিলেন যেন এক অন্য মানুষ। অমিত শাহর সেই পরিচিত আগ্রাসী ভঙ্গি সম্পূর্ণ উধাও। ধীর, শান্তভাবে বিনম্র কণ্ঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে যা জানিয়েছেন তার নির্যাস: এনআরসি নিয়ে আর চর্চা করার দরকার নেই। এই বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি, কোনও নিয়ম তৈরি হয়নি, কোনও সিদ্ধান্তও হয়নি। ফলে এনিয়ে কেউ অকারণে উদ্বিগ্ন হবেন না। নতুন নাগরিকত্ব আইনে একজন মানুষেরও নাগরিকত্ব যাবে না, এটা শুধু নাগরিকত্ব দেওয়ার আইন।

অমিত শাহ বলেন, এনপিআর হল জাতীয় জনগণনা পঞ্জি। এর সঙ্গে নাগরিকত্ব বা নাগরিকপঞ্জির কোনও সম্পর্ক নেই। গরিব মানুষ, দলিত, সংখ্যালঘু ভাইবোনেদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই সমীক্ষা প্রতি দশবছর পর পর করা হয়। 2010 সালে কংগ্রেস জমানাতেও এই এনপিআর সমীক্ষা হয়েছিল। এই সমীক্ষার জন্য কাউকে কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না। কেউ কোনও কারণে সমীক্ষা থেকে বাদ পড়লেও তার নাগরিকত্ব চলে যাবে না। ভরসা রাখুন, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচারে বিভ্রান্ত হবেন না।

Related articles

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...
Exit mobile version