Tuesday, November 18, 2025

রাজ্যপাল দুষছেন রাজ্যকে, পাল্টা জবাব বাম ছাত্রদের, মিটিমিটি হাসছেন মুখ্যমন্ত্রী!

Date:

এবার আর সরকারকে জবাব দিতে হলো না। রাজ্যপালের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল যাদবপুরের বাম ছাত্র নেতৃত্ব। সরাসরি তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকড়কে ‘বিজেপির দালাল’ বলে ঘোষণা করলেন। মজার বিষয় হল, রাজ্যপাল দুষছেন রাজ্য সরকারকে। আর রাজ্যপালকে পাল্টা আক্রমণ করছেন বাম ছাত্ররা। যাঁরা আবার রাজ্য সরকারের ঘোর বিরোধী। ঘটনা দেখে যে মুখ্যমন্ত্রী মিটিমিটি হাসছেন, তা বলার অপেক্ষা রাখে না!

যাদপুরে প্রত্যাখ্যাত হয়ে রাজ্যপাল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোমবার গভীর রাত অবধি ট্যুইট-পর্ব চালিয়ে গিয়েছেন। রাজ্যপাল রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, যাদবপুর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। যা ঘটছে, তা মোটেই সুখকর নয়। রাজ্য সরকার শিক্ষার মন্দিরগুলিকে রাজনীতির আখড়ায় পরিণত করেছে। পড়ুয়াদের ভবিষ্যৎ খারাপ করছে। সম্মানপ্রাপকদের সম্মানিত করার কথা বলেও বাতিল করে তাঁদের অসম্মানিত করা হলো। যাঁরা শিক্ষাকে ভালবাসেন, তাঁরা বলুন, আমি কী করে এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করব!

পাল্টা এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক সমন্বয় রাহার জবাব, মাননীয় রাজ্যপাল, যাদবপুরের পড়ুয়ারা রাজনীতি করতে প্রস্তুত। কারণ, আমাদের গর্ব, এই ক্যাম্পাস যদি একজন ভাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিকের জন্ম দিতে পারে, তাহলে এই ক্যাম্পাসে রাজনীতিকেরও জন্ম হয়। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো সবরকম স্বৈরাচারের বিরোধিতা করা। রাজ্যপাল বিজেপি ও আরএসএসের দালালি করলে রাজনীতি-ই হবে। তিনি দুঃখ পেলে দুঃখ পেতে পারেন। কিন্তু আমাদের কাজ আমরা করবই।

রাজ্যপালের অতি সক্রিয়তা যে সরকারি দল ছাড়াও বিরোধীদেরও ধৈর্যচ্যুতি ঘটিয়েছে, এই ঘটনাই তার প্রমাণ।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version