Thursday, August 21, 2025

আলিগড়কাণ্ডের তথ্য ফাঁস, পুলিশই ছুড়েছিল গ্রেনেড, তুলেছিল জয়শ্রীরাম স্লোগান!

Date:

যোগী আদিত্যনাথের পুলিশের আসল চরিত্র বেরিয়ে এল আলিগড়ের ঘটনার অন্তর্তদন্তে। ফাঁস হয়ে গেল চক্রান্ত করে পড়ুয়াদের  ফাঁসানোর চক্রান্ত।
পুলিশই জয়শ্রীরাম স্লোগান দিয়ে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল সেদিন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। তদন্ত কমিটির রিপোর্টে যে তথ্য উঠে এলো, সে নিয়ে ফের তৈরি হলো চাঞ্চল্য, বিতর্ক, বিরোধীদের নিশানা।

গত ১৫ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে সরব হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। পড়ুয়া বিক্ষোভ সামাল দিতে পুলিশ নৃশংস তাণ্ডব চালায়। সমালোচনায় পড়ে ঘটনার তদন্তের জন্য ১৩জনের কমিটি তৈরি করা হয়। সেই কমিটির রিপোর্ট থেকেই এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

এই কমিটিতে ছিলেন শিক্ষাবিদ নন্দিনী সুন্দর, সমাজকর্মী জন দয়াল, নাতাশা ভাদওয়ার, প্রাক্তন আইএএস হর্ষ মান্দার। ঘটনার দশ দিনের মাথায় কমিটির রিপোর্ট বলছে, পুলিশ শুধু জয়শ্রীরাম আওয়াজ তোলেনি, বিশ্ববিদ্যালয় চত্বরে শব্দ গ্রেনেড ফাটিয়ে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছিল। এক পড়ুয়া টিয়ার গ্যাসের সেল ভেবে সেই গ্রেনেড হাতে তুলে নিলে তা ফেটে যায় তার হাতে। পরে বাদ যায় পড়ুয়ার হাত। পুলিশই জয়শ্রীরাম স্লোগান তুলে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল। তাদের স্কুটার, বাইকে আগুন লাগিয়ে দিয়েছিল। এসবই ঘটেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে।।অথচ তাঁরা ছিলেন নির্বাক। পড়ুয়াদের রক্ষা করতে কোনও পদক্ষেপই করেনি। তদন্ত কমিটি বলছে, সেদিন মানবাধিকার লঙ্ঘন করেছিল পুলিশ আর সঙ্গ দিয়েছিল র‍্যাফও।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version