বিশ্ব জুড়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গেছে বড়দিনের উৎসব। 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলেও, তা বাধা নেই কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের গণ্ডিতে। সারা পৃথিবী জুড়েই অনেক ধর্মের মানুষ এই উৎসবে শামিল হন। বাইবেল অনুযায়ী, প্যালেস্টাইনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জন্ম হয়েছিল যিশুর। সেই মতোই মধ্যরাত থেকেই ক্রিসমাস ক্যারোল, ঘণ্টাধ্বনি আর আলোকমালায় বড়দিন পালিত হচ্ছে। কথিত আছে, গোশালায় জন্ম হয়েছিল যিশুর। সেইমতো বিভিন্ন মডেল সাজানো হয়েছে শহর।

পাশাপাশি, বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ভ্যাটিকান সিটিতে। পোপ ফ্রান্সিস প্রার্থনার পরে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, সবচেয়ে নিকৃষ্টতম মানুষকেও ভালবাসেন ঈশ্বর।