Tuesday, November 18, 2025

কমানো হলো সচিনের নিরাপত্তা,বাড়লো আদিত্য ঠাকরের বলয়

Date:

হুমকি নেই, তাই কমানো হলো মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নিরাপত্তা। সচিনের X- ক্যাটেগরি নিরাপত্তা এবার তুলে নেওয়া হলো।ওদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর-তনয় আদিত্য ঠাকরে এতদিন Y+ নিরাপত্তা পেতেন। এবার তা বাড়িয়ে করা হলো Z ক্যাটেগরি৷ ফলে নিরাপত্তা বলয় আরও কঠোর হলো ওরলির এলাকার শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরের৷

মহারাষ্ট্র সরকারের এক পদস্থ আমলা বুধবার বলেছেন, সম্প্রতি রাজ্যের প্রায় 90 জন VVIP-র নিরাপত্তা ও হুমকির মাত্রা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ওই আধিকারিক বলেছেন, আগে সচিন তেন্ডুলকরের নিরাপত্তায় 24 ঘণ্টা একজন পুলিশকর্মী থাকতেন। কিন্তু এখন থেকে তিনি শুধু বাড়ির বাইরে গেলে পুলিশ গাড়ির এসকর্ট পাবেন।
একইসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা শরদ পাওয়ার Z+ নিরাপত্তাই পাবেন৷ শরদের ভাইপো তথা NCP নেতা অজিত পাওয়ারের Z ক্যাটেগরি বজায় থাকবে।
কেবল সচিন তেন্ডুলকর নয়, সমাজকর্মী আন্না হাজারের নিরাপত্তা বলয়ও কমিয়ে Z থেকে Y+ প্লাস করা হয়েছে। নিরাপত্তা বলয় কমলো মহারাষ্ট্রের দুই প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সে ও রাম শিন্ডের। উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা
নামানো হয়েছে৷
একইসঙ্গে আইনজীবী উজ্জ্বল নিকমের নিরাপত্তা বলয়ও কমানো হয়েছে। 92-এর ধারাবাহিক বিস্ফোরণ থেকে 26/11 মুম্বই হামলার মতো হাই প্রোফাইল মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল নিকম। এখন থেকে তিনি Z+ থেকে বেরিয়ে Y ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। নিকমও বাড়িরই বাইরে গেলে পুলিশের এসকর্ট ভ্যান পাবেন।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version