অস্থির সময়ে একজোট থাকার বার্তা প্রাক্তন সেনা জওয়ানদের

দেশ জুড়ে হিংসা ও বিভেদের মধ্যে সবাইকে ঐক্য বদ্ধ থাকার বার্তা দিলেন প্রাক্তন সেনা জওয়ানরা। বড়দিনের সকালে মধ্যমগ্রাম চৌমাথা থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। মিছিলে পা মেলান ইন্ডিয়ান এক্স সার্ভিসমেন লিগের মধ্যমগ্রাম শাখার সদস্যরা। সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর ৭৫ জন প্রাক্তন জওয়ান আছেন এই সংগঠনে। বুধবার, সবাই মিলেই পদযাত্রা করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সেবামূলক কাজে আজীবন নিযুক্ত থাকবেন বলেও জানান প্রাক্তন সেনা জওয়ান কার্গিল যুদ্ধের সৈনিক ওঙ্কারনাথ মুখোপাধ্যায়। মধ্যমগ্রাম স্টেশন ঘুরে চৌমাথাতেই শেষ হয় পদযাত্রা।

আরও পড়ুন-মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসার আবেদন খারিজ করলো বাংলাদেশ! কিন্তু কেন?

 

Previous articleদক্ষিণী ছবিতে যিশু
Next articleগুগল একটি সুন্দর ডুডল সহ বড়দিন উদযাপন করছে