Saturday, November 15, 2025

NRC-CAA-র প্রচারে ঋত্বিকের ছবির ব্যবহার ঠিক নয়, বিজেপিকে তোপ ঘটক পরিবারের

Date:

CAA আর NRC-এর প্রচারে প্রয়াত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ছবির ব্যবহার কিছুতেই গ্রহণযোগ্য নয়। ওই দুই প্রক্রিয়াই বিতর্কিত এবং বৈষম্যমূলক৷ বিজেপি’র যুব মোর্চা অসৎ উদ্দেশ্যে ঋত্বিকের ছবি ব্যবহার করছে৷

এই অভিযোগ তুলে বুধবার বিবৃতি দিয়েছে প্রথিতযশা ওই পরিচালকের পরিবার। ঋত্বিক-পরিবারেরই সদস্য
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর অর্থনীতিবিদ মৈত্রীশ ঘটক এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, “ঋত্বিক ঘটক মানবতা আর ধর্মনিরপেক্ষ ভাবনায় বিশ্বাসী ছিলেন। ঋত্বিক ঘটক সামাজিক ও রাজনৈতিক ঝঞ্ঝার কারণে যারা উদ্বাস্তু হয়েছিলেন, বরাবর তাঁদের করুণ পরিস্থিতির কথা তুলে ধরতেন নিজের ছবিতে। তাই এমন কোনও জায়গায় তাঁর ছবির ব্যবহার গ্রহণযোগ্য নয়, যেখানে বিশেষ কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আইনের হয়ে কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে ঋত্বিকের ছবির ব্যবহার তাঁর কাজের মূল্যায়নকে লঙ্ঘিত করে।”
এদিকে এই বিবৃতির উত্তরে বিজেপি বলছে, ঋত্বিক ঘটকের ছবি বিশেষ কোনও পরিবারের সম্পত্তি হতে পারে না। মহৎ উদ্দেশেই ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছবির মাত্র একটি সংলাপ ব্যবহার করা হয়েছে, দাবি গেরুয়া শিবিরের।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “যাঁর কাজ জনমানসে প্রভাব ফেলে তাঁর ছবি কোনও একটা বিশেষ পরিবারের সম্পত্তি হতে পারে না। ‘মেঘে ঢাকা তারা’ ছবির একটা মাত্র সংলাপ আমরা ব্যবহার করেছি। আমাদের সম্পূর্ণ সেই অধিকার আছে।’

প্রসঙ্গত,দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তুদের দুর্দশা নিয়ে ঋত্বিক ঘটকের তিনটে ছবি বা ট্রিলজি আছে৷ এই তিন ছবি হলো, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার আর সুবর্ণরেখা। 1970 সালে এই বাঙালি পরিচালক ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন।

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version