ফের শিরোনামে রাজ্যপাল, এবার পিংলার এক স্কুল ফেরালো ধনকড়কে

এ রাজ্যে ‘রাজ্যপাল’ পদের গরিমা আর না থাকার শঙ্কাই বাড়ছে৷

রাজ্যপাল হিসেবে বাংলায় পা রাখার পর গঠনমূলক কোনও কাজের জন্য জগদীপ ধনকড়ের নাম যতবার না জড়িয়েছে, তার থেকে ঢের বেশিবার তিনি শিরোনামে এসেছেন রোজ রোজ নতুন বিতর্কের সঙ্গে জড়িয়ে৷ খবরে আসার সংখ্যায় রাজ্যপাল সেঞ্চুরি করার পথে৷
যাদবপুরের পর এবার
পশ্চিম মেদিনীপুরের পিংলার বাগানবাড় হাইস্কুল৷ এই স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে রাজ্যপালকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়৷ রাজ্যপালও যেতে রাজি হন৷ তারপর ওই স্কুল-ই রাজ্যপালকে জানালো, “অনিবার্য কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে”। রাজ্যপালকে চিঠি দিয়ে জানানো হয়েছে তিনি যেন না আসেন৷ তবে জানা যাচ্ছে ওই স্কুলের অনুষ্ঠান হচ্ছে।

সূত্রের খবর, ওই স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হযয়েছিলো ধনকড়কে৷ 4 দিনব্যাপী অনুষ্ঠানে আজ, শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনার বিষয়বস্তু ছিল, “দ্বিজন্মশতবার্ষিকীতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা।” এই আলোচনা সভায় আমন্ত্রণ জানান হয়েছিল রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে। কিন্তু নেমন্তন পাঠিয়েও এদিনই স্কুল কর্তৃপক্ষের তরফে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে তাঁকে আসতে নিষেধ করা হয়েছে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক বলেছেন, “অনিবার্য কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে৷ তাই রাজ্যপাল যেন কষ্ট করে আর না আসেন”৷

রাজ্যপাল পদ নিয়ে এমন ছেলেখেলা এ রাজ্যে আগে কখনও ঘটেনি৷

Previous articleনাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভোটের ফল কী দাঁড়ালো?
Next articleনাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামা মসজিদে বিশাল জমায়েত