Monday, December 15, 2025

‘টুকরে টুকরে গ্যাং’-কে’ শিক্ষা দিতে দিল্লিবাসীর কাছে অমিত শাহের আর্জি

Date:

Share post:

সব কিছুর পিছনেই যথারীতি কংগ্রেসের ভূত’ই দেখছে বিজেপি তথা কেন্দ্র৷

CAA ও NRC- বিরুদ্ধে দিল্লি উত্তাল হয়ে ওঠার জন্য কংগ্রেস-সহ বিরোধীদেরই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেছেন, ‘কংগ্রেসের নেতৃত্বে চলা ‘টুকরে-টুকরে গ্যাং’কে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে৷’ রাজধানীর বাসিন্দাদের কাছে শাহের আবেদন, ‘দিল্লির বিধানসভা ভোটে এই ‘টুকরে টুকরে গ্যাং-কে শিক্ষা’ দিতে হবে’।

দিল্লিতে এক নির্বাচনী জনসভার মঞ্চে উঠে বৃহস্পতিবার অমিত শাহ দাবি করেছেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়েছিল। কিন্তু, বিরোধী দলের নেতারা কোনও কথা বলেননি। আর যখনই তাঁরা সংসদের বাইরে বেরোলেন, তখনই সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করলেন।’’

আর এর পরই সেই বস্তাপচা হাতিয়ার উঁচিয়ে কংগ্রেসকে নিশানা করেন শাহ৷ বলেন, ‘‘আমি এটাই বলতে চাইছি যে, কংগ্রেসের নেতৃত্বে চলা ওই টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে। তারাই এই শহরে হিংসার জন্য দায়ী। দিল্লির মানুষের উচিত ওদের শাস্তি দেওয়া।’’
অমিত শাহ এদিন দিল্লির শাসক দল, আম আদমি পার্টির বিরুদ্ধেও তোপ দাগেন৷ তাঁর অভিযোগ, ‘‘অরবিন্দ কেজরিওয়াল তো বলেছিলেন বাংলো, গাড়ি, অন্যান্য সুবিধা নেবেন না। কিন্তু, তিনি সবই নিয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে সভা করে CAA ও NRC নিয়ে উত্তেজনা সৃষ্টির জন্য কংগ্রেসকেই অভিযুকৃত করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সুরেই সুর মিলিয়ে এ দিন শাহ দিল্লির বিক্ষোভের দায় কংগ্রেসের ঘাড়েই চাপালেন৷

spot_img

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...