Wednesday, December 17, 2025

“তোমাকে, তোমার দেশে পাঠিয়ে পোস্ট কার্ডে জবাব দেব”- এই না হলে কেন্দ্রীয় মন্ত্রী!

Date:

Share post:

মুসলিম মানে বিদেশী, তাই তাকে দেশ থেকে তাড়ানো হবে? এ কী কথা বলছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়? ফেসবুক পোস্টে এই কথাটাই যেন ঠারে ঠারে বুঝিয়ে দিলেন মোদি মন্ত্রিসভার সদস্য। যাদবপুর বিশ্ববিদ্যালযয়ের সমাবর্তনে আন্তর্জাতিক সম্পর্কের সেরা ছাত্রী মঞ্চে উঠে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ করেছিলেন। তাই নিয়ে আক্রমনাত্মক এবং তীব্র সমালোচনামূলক একটি পোস্ট ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করেন বাবুল সুপ্রিয়।

সেই পোস্টেই এক মুসলিম তরুণ প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বলেন, যেখানে বাবুলের নেতা দিলীপ ঘোষ গরু থেকে সোনা বের করছেন, সেখানে তাঁর বা তাঁর নেতার শিক্ষাগত যোগ্যতা কী? এই কথার জবাবে, ওই তরুণকে সরাসরি আক্রমণ করেন বাবুল। লেখেন, “তোমায় আগে তোমার দেশে পাঠাই, তারপর পোস্টকার্ডে এর জবাব দেব।”
এর অর্থ কী? ওই যুবক ভারতের নাগরিক নন? শুধু তাঁর নাম শুনে বাবুল সুপ্রিয় কীভাবে ধারণা করলেন তিনি অন্য দেশ থেকে এসেছেন? এর উত্তরে বাবুলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, “এটাই ওই মুসলিম যুবকের দেশ। ও এখানেই থাকবে। ক্ষমতা থাকলে তাঁকে এই দেশ থেকে তাড়িয়ে দেখান।”
অনেকেই বাবুলের বিরুদ্ধে কটাক্ষ করেন আবার অনেকে তাঁকে সমর্থন করেছেন। নরেন্দ্র মোদি, অমিত শাহ বারবার দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছেন। আশ্বস্ত করে বলছেন, এদেশের মুসলমানদের সিএএ-র কারণে কোনও সমস্যায় পড়তে হবে না। এই আইন শুধু অনুপ্রবেশকারীদের জন্য। সেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে শুধু একজনের নাম দেখে, বিদেশী (অনুপ্রবেশকারী) তকমা দিয়ে তাঁকে বেঘর করতে চাইছেন! এখানে কোন দেশের কথা বলতে চাইছেন, তার উত্তর অবশ্য দেননি বাবুল সুপ্রিয়। তবে এ প্রসঙ্গে হিন্দি ছবির একটি বহুল জনপ্রিয় সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে.. “মাই নেম ইজ খান, অ্যান্ড আই অ্যাম নট এ টেরারিস্ট”। একজন দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে একজন মুসলিম যুবকের পরিচয় না জেনেই তাঁর প্রতি এই ধরণের মন্তব্য করতে পারেন, তা দেখে হতবাক নেটিজেনরা। শতরূপের পাশে দাঁড়িয়ে অনেকেই বাবুলকে চ্যালেঞ্জ ছুড়েছেন, “বাবুলদা ক্ষমতা থাকলে ওকে দেশ থেকে তাড়িয়ে দেখান।”

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...