Wednesday, November 12, 2025

সুপার সিরিজ। খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তান। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাবে বেকায়দায় আইসিসি। ইতিমধ্যে ইংল্যান্ডকে পাশে পেয়েছেন সৌরভ। সম্প্রতি লন্ডনে গিয়ে সুকৌশলে এই কাজটি সেরে এসেছেন। আর এই সুপার সিরিজে খুশি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সৌরভের পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, অভিনব ব্যাপার। দারুন হবে।

একদিনের সুপার সিরিজ। এটা আসলে আইসিসিকে চাপে ফেলে দিয়েছে। ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এখন আইসিসি প্রেসিডেন্ট। ভারতীয় বোর্ডের ধারণা, শশাঙ্ক ভারতীয় বোর্ডের সঙ্গে শুরু থেকেই বিমাতৃসুলভ আচরণ করছেন। বোর্ডের প্রাপ্য কমিয়েছেন। প্রত্যেক বছর বিশ্বকাপের আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন প্রতি দু’বছর অন্তর টি-২০, এবং চার বছর অন্তর ৫০ওভারের বিশ্বকাপ হয়। বোর্ড কর্তার বলছেন, শশাঙ্কর আসল উদ্দেশ্য আইপিএল ভণ্ডুল করা। তিনি ২০২০, ২০২১-এ পরপর টি-২০ বিশ্বকাপ করতে চেয়ে চাপ বাড়াচ্ছেন। চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যাপক ক্ষুব্ধ শশাঙ্কের উপর। ফলে তাঁকে বেকায়দায় ফেলতে সৌরভের এই প্রস্তাব আইসিসিতে পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই সমর্থন যে শশাঙ্ককে বেকায়দায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া বোর্ডের সিইও রবার্টস সৌরভের প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন, সৌরভ প্রেসিডেন্ট হওয়ার পরেই ভারতীয় বোর্ডের মধ্যে একটা পরিবর্তন দেখছি। পজিটিভ। পিঙ্ক টেস্ট সাফল্যের সঙ্গে করল। এবার সুপার সিরিজ। অভিনব উদ্যোগ। ইতিমধ্যে আমার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তানের কথা হয়েছে। নতুন বছরে ভারতে গিয়ে বিসিসিআই ও বাংলাদেশের সঙ্গে কথা হবে। আইসিসির আন্তর্জাতিক সূচি মোটেই মানতে নারাজ ভারতীয় সহ অন্য ক্রিকেট বোর্ড। সৌরভ এই পরিবর্তনে নয়া চাল দিয়ে শশাঙ্ককে কোণঠাসা করতে নেমে পড়েছেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version