Tuesday, May 6, 2025

প্রিয়াঙ্কার রুদ্রমূর্তিতে থমকালো পুলিশ, 2 কিমি হেঁটেই গেলেন ধৃত সমাজকর্মীর বাড়ি

Date:

Share post:

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ-প্রতিবাদে এখনও টানটান উত্তেজনা উত্তর প্রদেশজুড়ে। তার মাঝেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রুদ্রমূর্তি দেখে পিছু হঠলো যোগীর পুলিশ ৷
শনিবার উত্তরপ্রদেশ পুলিশের সব বাধা উড়িয়ে টানা প্রায় দু’ কিলোমিটার হেঁটে প্রাক্তন IPS অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। “স্রেফ পুলিশের ভয় দেখিয়ে উত্তর প্রদেশে নিজের গদি টিঁকিয়ে রেখেছেন যোগী”, বলে তোপ দাগেন প্রিয়াঙ্কা।

গত 19 ডিসেম্বর CAA বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসাত্মক কিছু ঘটনা ঘটেছিল লখনউতে। আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ এনে যোগীর পুলিশ সমাজকর্মী দারাপুরিকে গ্রেফতার করে। শনিবার বিকেলে পুলিশি হেফাজতে থাকা দারাপুরি-র পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রিয়াঙ্কা।

এই কর্মসূচি বানচাল করতে এদিন মরিয়া সক্রিয়তা দেখায় উত্তর প্রদেশ পুলিশ৷ পুলিশের বাধার জেরে গাড়ি ছেড়ে এক সময় বাইকে করে গন্তব্যে রওনা দেন তিনি। তাতেও বাধা আসে৷ শেষে হাঁটা শুরু করেন প্রিয়াঙ্কা৷
যাত্রাপথে শহরের 1090 নামে এক জায়গায় ফের পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। সেই বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পরে পলিটেকনিক স্কোয়ারের কাছে ফের তার গতি রোধ করে যোগীর পুলিশ। এর আগে আর যাওয়া যাবে না বলে পুলিশ জানায় তাঁকে৷ কিন্তু তিনি যে অত সহজে হাল ছাড়ার পাত্রী নন, পুলিশকে তা বুঝিয়ে দেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। কেন, কি কারণে তাঁকে আটকানো হচ্ছে, উপস্থিত পুলিশকর্তাদের কাছে জানতে চান। সে সময় পুলিশের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
এর পরে গাড়ি থেকে নেমে পড়েন এবং সোজা হাঁটা লাগান প্রাক্তন IPS অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির বাড়ির দিকে। শীতের শেষ-বিকেলে প্রিয়াঙ্কার এই তেজ দেখে সকলে চমকে যান। পলিটেকনিক স্কোয়ার থেকে প্রায় দু’ কিলোমিটার পায়ে হেঁটে শেষ পর্যন্ত দারাপুরির বাড়িতে পৌঁছন প্রিয়াঙ্কা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
পুলিশের এই ধরনের আচরণে তীব্র ক্ষোভ উগরে গিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, “এটা কী ধরনের শাসন ব্যবস্থা? রাজ্যজুড়ে পুলিশি জুলুম চালাচ্ছে যোগী সরকার। সাধারণ মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। পুলিশি সন্ত্রাসে চারদিকে চূড়ান্ত আতঙ্কের পরিবেশ।’

spot_img

Related articles

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...