Monday, August 25, 2025

২০১৯ সালের সেরা মিথ্যেবাদী বলে যদি কোনও ক্যাটাগরি থাকে, তবে তাতে নাম উঠবে রাহুল গান্ধীর। এনপিআর নিয়ে তিনি যা বলেছেন, তাতে তিনি একইসঙ্গে নিজের পরিবার ও দল উভয়কেই বিপদে ফেলেছেন। অনর্গল উল্টোপাল্টা মিথ্যে বলায় রাহুলের জুড়ি মেলা ভার। এখন তিনি জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআর নিয়ে মিথ্যে বলে কংগ্রেসকেও বিপদে ফেলেছেন। তাই রাহুল গান্ধীই দেশের বর্ষসেরা মিথ্যেবাদী।

এনপিআর নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ব্যাখ্যা শুনে তাঁকে ‘লায়ার অফ দ্য ইয়ার’ বলে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। ছত্তিশগড়ের এক কর্মসূচিতে গিয়ে রাহুল বলেন, এনপিআর ও এনআরসি হল গরিবদের উপর ট্যাক্স বা কর বসানোর চাল। নোটবন্দির সময় যেমন গরিবদের উপর কর বসেছিল, এবার এনপিআরেও তাই হবে। গরিব মানুষকে নাম তোলার জন্য বা কোনও নথির ভুল সংশোধনের জন্য সরকারি অফিসারদের ঘুষ দিতে হবে। আর এভাবে গরিবের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে মোদি সরকার দেশের পনেরোটি পরিবারের হাতে তুলে দেবে।

এনপিআর নিয়ে রাহুল গান্ধীর এই বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিমূলক ও দায়িত্বজ্ঞানহীন অপপ্রচার বলে তীব্র নিন্দা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জাওড়েকর বলেন, রাহুল যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখনও রোজ মিথ্যে বলতেন, এখন সভাপতি না থেকেও মিথ্যে বলে চলেছেন। কংগ্রেস দলকেও বিপদে ফেলছেন তিনি। ২০১০ সালে কংগ্রেস জমানাতেও এনপিআর হয়েছিল। এর মধ্যে কাউকে কোনও নথি দিতে হয় না। এনপিআরের মাধ্যমে দেশে গরিব মানুষের সংখ্যা নির্ধারণ করা হয়, যাতে সরকার গরিবদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা ও কল্যাণমূলক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version