রোটেশন পদ্ধতিতে পোসারদের খেলানোর যে সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনি নিয়েছিলেন, তাকে এবার তীব্র কটাক্ষ করলেন ৩১ বছর বয়সি পেসার ইশান্ত শর্মা।২০০৭ সালে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তিনি খেলেছেন। ইশান্ত সাফ জানিয়েছেন, ধোনির নেতৃত্বে জোরে বোলাররা কখনও ধারাবাহিক ভাবে ভাল বল করতে পারেননি। কারণ, অভিজ্ঞতার অভাব ছিল। আর রোটেশন পদ্ধতির জন্যও থিতু হতে পারতেন না বোলাররা।এক সময় ভারতকে মনে করা হত স্পিনারদের দেশ। কিন্তু এখন ভারতের পেস আক্রমণ দুর্দান্ত শক্তিশালী। বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণের মধ্যে ধরা হচ্ছে জশপ্রীত বুমরা, ইশান্তদের।এই বদলের কৃতিত্ব তিনি দিয়েছেন বিরাট কোহলিকে। ইশান্ত বলেছেন, বিরাট কোহালি দায়িত্ব নেওয়ার সময় থেকে জোরে বোলাররা অভিজ্ঞ হয়ে ওঠেন। যার সুফল মিলতে থাকে। তারই সুফল এখন মিলছে।