রাবণের যেমন দশটা মাথা ছিল, তেমনি বিজেপিও দশ মুখে, দশ রকম কথা কথা বলছে। রবিবার, কাঁকিনাড়ার মিছিল থেকে এনআরসি নিয়ে গেরুয়া শিবিরকে এভাবেই আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

৮ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। স্থায়ী সম্মানজনক কাজ, অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ ও নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে ৮ জানুয়ারি দেশ জুড়ে ডাকা ধর্মঘটের সমর্থনে মিছিল করে তারা। মহম্মদ সেলিমের নেতৃত্বে কাঁকিনাড়ার রথতলা বাজার থেকে শ্যামনগর ওয়েবয়ারলি গেট পর্যন্ত মিছিল হয়। মিছিল থেকে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম এনআরসি প্রসঙ্গে বলেন, রাবণের মতো দশ মুখে দশ কথা বলছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন সিপিএম নেতা।