Tuesday, December 2, 2025

বাংলাদেশে ঢুকতে গিয়ে আটক ৩০০ অনুপ্রবেশকারী, জানাল বিজিবি

Date:

Share post:

ভারত থেকে চোরা পথে বাংলাদেশে ঢুকতে যাওয়ায় ৩০০ জন অনুপ্রবেশকারীকে আটক করার কথা স্বীকার করল বিজিবি। সিএএ ও এনআরসি-র প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ভারতে এসে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতিনিধি দল। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক শেষে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজিবি-র ডিজি শাফিনুল ইসলাম। সেখানে তিনি জানান, এদেশ থেকে পালিয়ে বাংলাদেশে যাওয়ার পথে ৩০০ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, সিএএ বা এনআরসি নিয়ে সীমান্তে কোনও সমস্যা হয়নি। তবে তাঁর অভি্যোগ, গত একবছরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের প্রবণতা বেড়েছে। সীমান্ত থেকে যে ৩০০ জনকে আটক করা হয়েছে, তাঁদের বাংলাদেশের নাগরিকত্বের কোনও কাগজ না থাকলেও পাওয়া তথ্য মিলিয়ে জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই সেই দেশের নাগরিক। বেড়াতে বা কাজের সন্ধানে ভারতে এসে বসবাস করছিলেন। কিন্তু ভারতে থাকার কোনও বৈধ নথি তাঁদের কাছে ছিল না বলে জানান শাফিনুল ইসলাম।

সিএএ বিরোধিতায় রাজ্যের বিভিন্ন অংশ থেকে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছিল। বিজিবি-র ডিজির বক্তব্যে সেই কথাতেই সিলমোহর পড়ল বলে মনে করছেন অনেকে। কারও কারও মতে, অসমে এনআরসি হওয়ার পর থেকেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। সিএএ-র পর সংখ্যাটা আরও বেড়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...