সোশ্যাল মিডিয়ায় CAA প্রচার শুরু করলেন মোদি

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র পক্ষে এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিএএ-র পক্ষে এই প্রচারকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার ডাক দিয়ে মোদি বলেন, এই আইন নাগরিকত্ব কাড়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হয়ে আইন সম্পর্কে প্রকৃত তথ্য জেনে নিন। প্রধানমন্ত্রীর কথায়, এটি নেওয়ার নয়, দেওয়ার আইন। সিএএ নিয়ে জনগণের ধোঁয়াশা কাটাতে নমো অ্যাপকে ব্যাপকভাবে ব্যবহারের কথা বলেন মোদি। তিনি ট্যুইটেও বলেন, এই আইন শুধুমাত্র আনা হয়েছে ধর্মীয় কারণে নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এই আইন কারুর নাগরিকত্বই কাড়তে পারবে না।

আরও পড়ুন-বিতর্কিত অজিত পাওয়ারই ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী