এবার বন্দিদের ব্যাগ গঙ্গাসাগরে

গঙ্গাসাগর মেলায় এবার দেখা যাবে দমদম ও প্রেসিডেন্সি জেলে বন্দিদের হাতে তৈরি পাটজাত এবং অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি ব্যাগ। কারণ কী? কারণ হলো গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ চাইছে এবার প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করতে। তাই প্লাস্টিক ব্যাগ ছাড়া নতুন ধরনের ব্যাগের প্রয়োজন। আর সেই ব্যাগের অধিকাংশ যোগান দিচ্ছে বন্দিরা। ইতিমধ্যে শেষ পর্যায়ের কাজ চলছে। বন্দিরা দিনরাত এক করে কাজ করছেন। নেতৃত্ব দিচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আগামী ৭জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবারের গঙ্গাসাগর মেলা সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণে থাকছে। প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া হচ্ছে ক্যামেরা। নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাগরে সবচেয়ে বেশি। সেইসঙ্গে অধিকাংশ বায়ো টয়লেট করার চেষ্টা করা হচ্ছে।

Previous articleরাজ্যের পড়ুয়াদের নিউ ইয়ারের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Next articleপুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর মিছিল, কোচবিহারে বিজেপির