Thursday, August 28, 2025

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলের ধারাবাহিক আন্দোলনের সঙ্গেই এবার যুক্ত করা হলো দলের প্রতিষ্ঠা দিবসকে৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ১ জানুয়ারি রাজ্য জুড়ে ‘নাগরিক দিবস’ পালিত হবে। তাই এবার প্রতিষ্ঠা দিবসের রুটিন কর্মসূচির সঙ্গে CAA বা নাগরিকত্ব আইন এবং NRC বা জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী প্রচারকেই অগ্রাধিকার দিতে হবে তৃণমূল নেতা-কর্মীদের ৷

আসন্ন ২০২০ সালের প্রথম দিন, ইংরেজি নববর্ষেই তৃণমূল ২১ বছর পূর্ণ করবে। প্রতি বছরই এই দিনটিকে তৃণমূল প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। ওইদিন ব্লক বা জেলাস্তরে পতাকা উত্তোলনের পাশাপাশি রক্তদান, শীতবস্ত্রদান বা ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে তৃণমূল। ২০১৯–এ যেহেতু লোকসভা ভোট ছিলো, দলের প্রতিষ্ঠা দিবসকে ব্রিগেডের প্রচারের কাজে লাগিয়েছিল তৃণমূল৷ কারন, ২০১৯-এর ১৯ জানুয়ারি তৃণমূল ব্রিগেডে জনসভার ডাক দিয়েছিল। তৃণমূল ইতিমধ্যেই রাজ্যজুড়ে ‘আমরা নাগরিক’, এই স্লোগানকে সামনে রেখে দফায় দফায় পদযাত্রা করছেন মমতা। দলের নেতা- জনপ্রতিনিধিরাও আন্দোলনের মধ্যে আছেন৷ প্রতিটি বিধানসভা এলাকায় একদিনের গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অন্যান্য কর্মসূচির সঙ্গে ‘নাগরিক দিবস’-ও পালন করা হবে। নাগরিক দিবসে তৃণমূলের প্রধান উদ্দেশ্য হল, রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর অভয়বাণী পৌঁছে দেওয়া, যে বার্তায় সুপ্রিমো বলেছেন, এ রাজ্যে একজনেরও নাগরিকত্ব যাবেনা৷ নাগরিকত্ব নিয়ে বিজেপির বিপজ্জনক উদ্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলাই হবে তৃণমূলের এবারের প্রতিষ্ঠা দিবসের প্রধান কর্মসূচি।

আরও পড়ুন-রাজ্যের জনসংখ্যা প্রায় ৯কোটি, সরকারি কর্মী মাত্র সোয়া ৩ লক্ষ

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version