Monday, November 10, 2025

এবার ‘নাগরিক দিবস’ হিসেবে জন্মদিন পালন করবে তৃণমূল

Date:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলের ধারাবাহিক আন্দোলনের সঙ্গেই এবার যুক্ত করা হলো দলের প্রতিষ্ঠা দিবসকে৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ১ জানুয়ারি রাজ্য জুড়ে ‘নাগরিক দিবস’ পালিত হবে। তাই এবার প্রতিষ্ঠা দিবসের রুটিন কর্মসূচির সঙ্গে CAA বা নাগরিকত্ব আইন এবং NRC বা জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী প্রচারকেই অগ্রাধিকার দিতে হবে তৃণমূল নেতা-কর্মীদের ৷

আসন্ন ২০২০ সালের প্রথম দিন, ইংরেজি নববর্ষেই তৃণমূল ২১ বছর পূর্ণ করবে। প্রতি বছরই এই দিনটিকে তৃণমূল প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। ওইদিন ব্লক বা জেলাস্তরে পতাকা উত্তোলনের পাশাপাশি রক্তদান, শীতবস্ত্রদান বা ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে তৃণমূল। ২০১৯–এ যেহেতু লোকসভা ভোট ছিলো, দলের প্রতিষ্ঠা দিবসকে ব্রিগেডের প্রচারের কাজে লাগিয়েছিল তৃণমূল৷ কারন, ২০১৯-এর ১৯ জানুয়ারি তৃণমূল ব্রিগেডে জনসভার ডাক দিয়েছিল। তৃণমূল ইতিমধ্যেই রাজ্যজুড়ে ‘আমরা নাগরিক’, এই স্লোগানকে সামনে রেখে দফায় দফায় পদযাত্রা করছেন মমতা। দলের নেতা- জনপ্রতিনিধিরাও আন্দোলনের মধ্যে আছেন৷ প্রতিটি বিধানসভা এলাকায় একদিনের গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অন্যান্য কর্মসূচির সঙ্গে ‘নাগরিক দিবস’-ও পালন করা হবে। নাগরিক দিবসে তৃণমূলের প্রধান উদ্দেশ্য হল, রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর অভয়বাণী পৌঁছে দেওয়া, যে বার্তায় সুপ্রিমো বলেছেন, এ রাজ্যে একজনেরও নাগরিকত্ব যাবেনা৷ নাগরিকত্ব নিয়ে বিজেপির বিপজ্জনক উদ্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলাই হবে তৃণমূলের এবারের প্রতিষ্ঠা দিবসের প্রধান কর্মসূচি।

আরও পড়ুন-রাজ্যের জনসংখ্যা প্রায় ৯কোটি, সরকারি কর্মী মাত্র সোয়া ৩ লক্ষ

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version