Tuesday, November 4, 2025

ব্রিটিশের বঙ্গভঙ্গ-কে গৌরব মানেন ধনকড়!

Date:

Share post:

বছরের শেষ দিনেও বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। ৩১ তারিখ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন এবং সেই টুইট বার্তা তিনি লেখেন রাজভবনের ঐতিহাসিক গ্রন্থাগারে বসে। যে টেবিলে বসে তিনি সেই বার্তা লেখেন, সেখানে বসেই ১৯০৫-এ বঙ্গভঙ্গে নথিতে সই করেছিলেন লর্ড কার্জন। নিজের টুইটেই সে কথা উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয়, এটাকে রীতিমতো ঐতিহাসিক টেবিল বলে চিহ্নিত করে সেটিকে গৌরবান্বিত করার চেষ্টা করেছেন রাজ্যপাল। যে বঙ্গভঙ্গ রোধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ, যা আটকাতে একজোটে লড়েছিলেন ভারতবাসী। সেই বঙ্গভঙ্গের যন্ত্রনাকে না বুঝেই সেটিকে মহিমান্বিত করতে চেয়েছেন বলে মতো বিশেষজ্ঞ মহলের।

 

রাজ্য তথা দেশজুড়ে যখন এনআরসি ও সিএএ নিয়ে উত্তেজনা তুঙ্গে, যখন বারবার ধর্মের ভিত্তিতে বিভেদের গেরুয়া রাজনীতির বিরুদ্ধে সরব বিরোধীরা, তখন রাজ্যপালের এই ধরনের পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছেন দেশভাগের ‘কালোদিন’ মনে করাতেই এই ধরনের বার্তা। অনেকের মতে, যেভাবে ভারতের অখণ্ডতাকে ১৯০৫ সালের ১৬ অক্টোবর নষ্ট করেছিলেন সেই সময়ের ভাইসরয় লর্ড কার্জন, রকমই বিভেদের রাজনীতি করছে মোদি সরকার।
বাংলায় রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন জগদীপ ধনকড়। বিভিন্ন ইস্যুতেই রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। নানা পদক্ষেপের জেরে বারবার বিতর্কে জড়িয়েছেন ধনকড়। বছরের শেষদিনেও তার রেশ রয়ে গেল।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...