কেরল বিধানসভায় পাশ CAA প্রত্যাহার প্রস্তাব

দেশজুড়ে NRC-CAA বিরোধিতার মধ্যেই কেরল বিধানসভায় পাস হয়ে গেল CAA প্রত্যাহার প্রস্তাব। এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই CAA প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব পেশ করা হয়। আর এই প্রস্তাবে রাজ্য সরকারকে সমর্থন করেছে কংগ্রেস, সিপিআই এবং সিপিআইএম।

সর্বসম্মত ভাবে প্রস্তাব পাসের পর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘‌কেরলের দীর্ঘদিনের সর্ব ধর্মের ইতিহাস আছে। গ্রিক, রোমান, আরব, সব ধর্মের মানুষ আমাদের এখানে এসেছে। সুতরাং, ধর্মের ভিত্তিতে কোনও আইনকেই মেনে নেবেন না কেরালাবাসী।”

এদিন প্রস্তাব পাসের পর কংগ্রেসনেতা ভিডি সতীসান বলেন, ‘‌NRC এবং CAA একই মুদ্রার দুই পিঠ। সংবিধানের à§§à§©, ১৪ এবং à§§à§« নম্বর ধারাকে পুরোপুরিভাবে লঙ্ঘন করছে CAA।’

সিপিআই বলছে, এই প্রস্তাব পাস করে কেরল গোটা বিশ্বকে একটা বার্তা দিল।