Sunday, November 16, 2025

ভোটে হেরেও উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি’র সুশীল মোদি, পাল্টা তোপ প্রশান্ত কিশোরের

Date:

বিহারের মুখ্যমন্ত্রীর দল JDU-র জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা সুশীল মোদি মঙ্গলবার কারও নাম না করেই টুইট করেন, ‌‘‘একজন ব্যবসায়ী প্রথমে বাজার তৈরির চেষ্টা করেন। তার পর দেশের ভালোর কথা ভাবেন।’’ রাজনৈতিক মহল বলছে, প্রশান্ত কিশোরের দিকেই সুশীলের ইঙ্গিত।

ওই টুইটের কিছুক্ষণের মধ্যেই সুশীল মোদিকে উত্তর ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর৷ পাল্টা টুইটে পিকে লিখেছেন, “নীতীশ কুমার ও তাঁর দলকে ক্ষমতায় এনেছে জনতা, কোনও বড় দলের নেতা নয়৷”
সুশীল মোদি পিকের নাম না করলেও, প্রশান্ত কিশোর মঙ্গলবার সরাসরি নাম করেই কটাক্ষ করেন সুশীল মোদীকে। টুইটারে তিনি লেখেন, ‘‘2015 সালের বিধানসভা নির্বাচনে হারের পরেও পরিস্থিতির কারণে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সুশীল মোদী। তাঁর কাছ থেকে রাজনৈতিক বিষয়ে জ্ঞান শুনে উৎফুল্ল বোধ করছি।’’


রবিবার প্রশান্ত কিশোর বলেছিলেন, বিহারে বিজেপির সঙ্গে নীতীশ কুমার সরকারের নয়া সমীকরণ তৈরি হওয়া উচিত। এর পরেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, “যারা নির্বাচনী তথ্য ও স্লোগানকে হাতিয়ার করে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরূপ মন্তব্যে NDA- এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে”। বিজেপি’র এই বক্তব্যেরই উত্তর ফিরিয়েছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর বিহারে বিজেপি ও JDU-র
আসন ভাগাভাগি নিয়ে দু’দিন আগে বলেছিলেন
“দুই দলের মধ্যে এত দিন 50:50 সমীকরণ মেনে আসন বণ্টন হলেও, আগামী বিধানসভা নির্বাচনে সিংহভাগ আসনে JDU- রই প্রার্থী দেওয়া উচিত। তিনি আরও বলেন, ‘‘আমি জানি যে আসন বন্টন 1:1:4 অনুপাতে হওয়া উচিত।’’ অর্থাৎ বিজেপি 5টি আসনে প্রার্থী দিলে, JDU 7টি আসনে প্রার্থী দিতে পারে”৷ প্রশান্ত কিশোরের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version