রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে এর আগেও বিভিন্ন জেলায় একাধিক পুলিশ জেলা করা হয়েছে। এবার একই পথে হেঁটে আইন-শৃঙ্খলা রক্ষায় একটি ভেঙে দু’টি পুলিশ জেলা করা হল মুর্শিদাবাদে।

এতদিন গোটা জেলাই একটি পুলিশ জেলার অন্তর্গত ছিল। আজ, মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দু’টি পৃথক পুলিশ জেলা কার্যকর করা হল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।

এরমধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত থাকবে সদর, মুর্শিদাবাদ, ডোমকল ও কান্দি মহকুমা এবং জঙ্গিপুর মহকুমা থাকবে জঙ্গিপুর পুলিশ জেলার অধীনে।
