5 মাস বন্দি রাখার পর কাশ্মীরের 5 নেতাকে মুক্তি দিল কেন্দ্র

প্রায় পাঁচ মাস বন্দি করে রাখার পর কাশ্মীরের 5 রাজনীতিবিদকে মুক্তি দিল কেন্দ্র। শ্রীনগরের এমএলএ হোস্টেলে বন্দি থাকা এই 5 জনকে মুক্তি দেওয়া হয়েছে সোমবার। যদিও মুক্তি পাওয়া 5 জনের নাম এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি৷ তবে এই 5 জনের মধ্যে কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই বলেই রাজনৈতিক মহলের ধারনা৷ কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ আর মেহবুবা মুফতিকে কবে মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে প্রশাসন এখনও কিছু জানায়নি। শুধু বলেছে, আদর্শ সময়েই তাঁদের ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত 5 আগস্ট কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছিলো কেন্দ্র। বাতিল করা হয় কাশ্মীরের বিশেষ মর্যাদা আর এই রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলও করে দেওয়া হয়। 4 আগস্ট রাত থেকেই জম্মু আর কাশ্মীরের প্রথম সারির রাজনীতিকদের বন্দি করে কেন্দ্র৷ কেন্দ্রের যুক্তি ছিল, কাশ্মীরে বাসিন্দাদের উসকানি যাতে না দিতে পারেন, সে কারণেই রাজনীতিকদের বন্দি করা হয়েছে।

Previous articleভালবাসার জয়গান! ৬০ পেরিয়ে সাতপাকে বাঁধা পড়লেন এই নব দম্পতি
Next articleব্রেকফাস্ট নিউজ