শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক বাড়িতে ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে দুজনের মৃতদেহ। সম্পর্কে তাঁরা কাকা -ভাইপো বলে জানতে পেরেছে পুলিশ। আত্মহত্যা না খুন তা এখনও স্পষ্ট নয়। পটলডাঙা স্ট্রিটের এই ঘটনায় পুলিশ দরজা ভেঙে ঘর থেকে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন বছর সত্তরের মৃণাল বসু ও তাঁর ভাইপো ৫১ বছরের নীলাঞ্জন বসুর বাজারে বেশ দেনা হয়েছিল। সেই কারণেই আত্মহননের সিদ্ধান্ত কিনা তা স্পষ্ট নয়। শুক্রবার ৪৫ পটলডাঙা স্ট্রিটের বাড়িতে সকাল থেকে আত্মীয়রা ফোন করলেও কোনও সাড়া মেলেনি। প্রতিবেশী দীর্ঘক্ষণ তাঁদের দেখতে পাননি বলে জানিয়েছেন। সন্দেহ হওয়ায় থানার খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দেখে, মৃণাল ও নীলাঞ্জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি দেনা ছিল কাকা -ভাইপোর। মৃতদের মোবাইল খতিয়ে দেখার পাশাপাশি আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–