Wednesday, December 17, 2025

আইসিসির চারদিনের টেস্টের প্রস্তাবে বিরাধিতার সুর ক্রমশ চড়ছে

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক সেই সময়ে টেস্ট ক্রিকেটে নয়া পরিবর্তনের ঘোষণায় সদস্য দেশগুলি একটু অবাক। আইসিসি জানাচ্ছে, তাদের ভাবনা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্টগুলি তারা চারদিনের বদলে তিন দিনে করবে। তবে এখনই নয়, ২০২৩ থেকে। কারণ হিসাবে বলা হয়েছে, বছরভর ঠাসা ক্রীড়াসূচি থেকে তাহলে হয়তো বেশ কিছুটা সময় বের করা যাবে। বোর্ড সভাপতি সৌরভ বলেছেন, পুরো বিষয়টি আমি এখনও জানি না। জানার পর মন্তব্য করতে পারব।

আইসিসি চার দিনের টেস্ট নিয়ে কয়েক দফা যুক্তি দিয়েছে।

১. সময় পাওয়া গেলে আরও বেশি প্রতিযোগিতার সময় পাওয়া যাবে।

২. টি-২০ ম্যাচের কদর বাড়ছে। তার জন্য সময় বের করা সম্ভব হবে।

৩. পাঁচ দিনের চাইতে চার দিনের ম্যাচের খরচ কম।

৪. ভারতীয় বোর্ডের দাবি ছিল আরও বেশি টেস্ট সিরিজ খেলার। এর ফলে সম্ভব হবে।

৫. আইসিসির তরফে হিসাব দিয়ে বলা হয়েছে, ২০১৫-২০২৩ পর্যন্ত যদি হিসাব ধরা হয়, আর এই সময়ে যদি চারদিনের টেস্ট খেলা হতো তাহলে ৩৩৫দিন ফাঁকা পাওয়া যেত। তবে চারদিনের টেস্ট সাম্প্রতিক অতীতেই খেলা হয়েছে। ২০১৯-এ ইংল্যান্ড-আয়ারল্যান্ড, এবং ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবোয়ের ম্যাচ। কিন্তু এখনও যারা ঐতিহ্যশালী টেস্ট ক্রিকেটের পক্ষে, তাঁরা নিশ্চিতভাবে চারদিনের টেস্টের বিপক্ষে। এই মুহূর্তে স্পোর্টিং উইকেটের কারণে টেস্ট ক্রিকেট আর এক ঘেয়ে নেই। উত্তেজক হয়েছে। প্রায় প্রত্যেকটি সিরিজেরই ফয়সালা হচ্ছে। তাহলে কেন এই পথ নিতে হবে। অতীতের সব কিছু বদলে দেওয়ার নীতি পরিহার করতে হবে কোন কারণে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের অনেকে ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন। ভারতের বেশ কিছু প্রাক্তন তারকা মদনলাল, রজার বিন্নি কার্যত পাঁচ দিনের ম্যাচের পক্ষেই সওয়াল করেছেন। ফলে আইসিসির টেস্টের ধাঁচা বদলে ফেলা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-খোয়া গেল বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কার

 

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...