পৃথিবীতে এসে পড়ল 2020, উৎসব শুরু পুব থেকে

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান- রাত বারোটা। উৎসব শুরু। এসে পড়েছে 2020। সিডনি হারবারে চলছে চোখধাঁধানো আতসবাজি। দর্শক, পর্যটকরা মুগ্ধ। ক্রমশ পুব থেকে পশ্চিম দিক ধরে এগোবে ঘড়ি, এগোবে উৎসব।