Wednesday, November 5, 2025

বিদায়ী বছরে ভারতে ১১০টি বাঘ ও ৪৯১টি চিতাবাঘের মৃত্যু: রিপোর্ট

Date:

ফেলে আসা বছর ২০১৯ সালে ভারতে ১১০টি বাঘ এবং ৪৯১টি চিতাবাঘের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, চোরা শিকারিদের হাতেই বাঘেদের এই মৃত্যুর ঘটনা বেশি। আজ বৃহস্পতিবার ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর মৃত্যু হওয়া ১১০টি বাঘের মধ্যে ৩৮টির মৃত্যু হয়েছে চোরা শিকারিদের হাতে। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩৪। ওই বছর ১০৪টি বাঘ মারা গিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে ৫০০টি চিতাবাঘ মারা যায়। বিদায়ী বছরে এ সংখ্যা কমে হয়েছে ৪৯১টি। তবে চিতাবাঘের মৃত্যুও বেশি ঘটেছে সেই চোরা শিকারিদের হাতেই। এ ছাড়া রেল ও সড়ক দুর্ঘটনাতেও বহু চিতাবাঘ মারা গেছে বলে এই প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে বেশি বাঘ মারা গেছে মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গে মারা গেছে ২৯টি।

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অব ইন্ডিয়ার এক হিসাবে বলা হয়েছে, ২০০৬ সালে ভারতে বাঘ ছিল ১ হাজার ৪১১টি। ২০১০ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ১ হাজার ৭০৬। এরপর ২০১৪ সালে সেই সংখ্যা আরও বেড়ে হয় ২ হাজার ২২৬। আর গত বছর অর্থাৎ ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৬৭টি।

আরও পড়ুন-দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version