বঙ্গ-জয়ের স্বপ্ন সফল করতে এবার শিক্ষক রেখে বাংলা শিখছেন অমিত শাহ

সংগঠন বা দলীয় যুক্তি সেভাবে হালে পানি পাচ্ছে না৷ অথচ বঙ্গ-জয়ের স্বপ্ন আছে৷ বাংলার মন জয় করতে তাই গেরুয়া শিবিরের লেটেস্ট হাতিয়ার ‘বাংলা ভাষা’৷

বাংলার মানুষের ‘মন ছুঁতে’ এবার বাঙালির প্রাণের ভাষা শিখছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বাংলাতেই বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ লক্ষ্য তেমনই৷ নির্ভরযোগ্য সূত্রের খবর, মন্ত্রক ও দলের সভাপতির কাজের ফাঁকে পুরোদমে চলছে শাহের বাংলার প্রশিক্ষণ৷ এই শেখাটা
যেমন- তেমনভাবে নয়, রীতিমতো শিক্ষক রেখে বাংলা ভাষা শিখতে শুরু করে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

পর পর রাজ্য হাতছাড়া হওয়ার পর আপাতত
বিজেপির পাখির চোখ বাংলা ৷ “বঙ্গ-বিজয়”-এর তাগিদে বাংলায় বক্তৃতা দেওয়া জরুরি বলেই মনে করেছেন শাহ৷ অতীতে এ রাজ্যে যখনই প্রচারে এসেছেন বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়ছেন তিনি ৷ এ রাজ্যে এসে গুজরাটের বাসিন্দা অমিত শাহকে বিরোধীরা ‘বহিরাগত’ বলতেও ছাড়েননি ৷ এই কটাক্ষকে পিছনে ফেলতেই বাংলার ঘরের লোক হয়ে উঠতে চান শাহ ৷ তাই এক বাঙালি শিক্ষকের কাছ থেকে বাংলা বোঝার ও লেখারও তালিম নিচ্ছেন ৷

Previous articleরাজধানী’র ভাড়া 15 হাজার টাকা হওয়া উচিত, বোঝালেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়
Next articleব্রেকফাস্ট নিউজ