Sunday, November 9, 2025

রাত পোহালেই উত্তরবঙ্গে NRC-CAA বিরোধী ঐতিহাসিক পদযাত্রা মমতার

Date:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) এবং জাতীয় নাগরিকপঞ্জী (NRC) বিরোধিতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে NRC ও CAA বিরোধী প্রতিবাদ-আন্দোলন চলবে।

সেইমতো এবং পূর্ব ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC বিরোধীতায় মিছিল করতে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গেলেনমমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতায় ৫টি পদযাত্রা এবং পুরুলিয়ার পর এবার শুক্রবার অর্থাৎ ৩ জানুয়ারি শিলিগুড়িতে মিছিলে হাঁটবেন মমতা৷

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন ও পদযাত্রা করছেন তৃণমূল নেত্রী।শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার পর পুরুলিয়ায় হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুরুটা হয়েছিল রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল, যা মেও রোডে গান্ধী মূর্তির পাদদেশে ছুঁয়ে শেষ হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত ছিল৷ পরের দিন মিছিল ছিল যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত৷ তারপরের দিন হাওড়া ময়দান থেকে মিছিল ছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। পুরেরদিন ছাত্রযুবদের সমাবেশ ছিল ধর্মতলার রানি রাসমনি রোডে। সমাবেশ করেছেন পার্ক সার্কাস ময়দানেও। এরপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি মিছিল করেন মমতা, যা শেষ হয় বেলেঘাটার গান্ধী ভবন পর্যন্ত। এবার উত্তরবঙ্গ-এ হাঁটবেন মমতা। যার প্রস্তুতি তুঙ্গে।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version