Sunday, November 16, 2025

গেরুয়া বাহিনীকে আক্রমণ করে পল্লবের নয়া বিতর্কিত গান

Date:

আবার পল্লব কীর্তনীয়া। আবার বিতর্কিত গান। এবার ‘প্রশ্ন করতে মানা’। কোনও রাখঢাক নয়। এবার সরাসরি আক্রমণ কেন্দ্রের শাসক দল গেরুয়া শিবিরকে। ইস্যু ধরে ধরে কথায়-সুরে সমালোচনা। নিশ্চিতভাবে এই গান যে পল্লবকে বিজেপি শিবিরের রোষাণলে ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

গানের শুরু কাশ্মীর নিয়ে। ‘প্রশ্ন করতে মানা, কেন কাশ্মীর জেলখানা’। প্রশ্ন করা মানেই দেশদ্রোহী। এসেছে গোমাংস রাজনীতি। পল্লব বলেছেন ‘মাংস চৌকিদার’! বলেছেন গণপিটুনি, জাতপাত-দলীয় রাজনীতি, আরবান নকশাল ভারভারা রাও, গৌরী লঙ্কেশের কথা, কর্পোরেট ঋণ নিয়ে বিদেশে পালানো অভিযুক্তদের কথা, রাষ্ট্রীয় সংস্থার দেদার বেসরকারিকরণ, চাকরি হারানোর তথ্য, চন্দ্রযান বা গোমূত্র পানের কথা। এনআরসি নিয়ে পল্লব আরও দুঃসাহসী। গাইছেন ‘ডিটেনশনের ক্যাম্পে পরব নাৎসির জার্সি!’ আবার সংবিধান নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে পল্লব গেরুয়াবাহিনীকে ‘বর্ণহিন্দুর হিটলার’ বলছেন। এসেছে সার্জিক্যাল স্ট্রাইকও। পল্লব বলছেন, ‘পাকিস্তানকে বোমা টপকেছি/চেটে খাবি জাতীয়তা।’ আবার কখনও বলছেন গেরুয়া বাহিনীর জয়শ্রীরাম স্লোগানের কথা, ‘ফুটে যাবে বিরোধী।’

প্রশ্ন করলে পিষে মেরে দেব… সাহসী কথা। এর আগে একই সুরে আর একটি গান গেয়েছিলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিতর্ক তৈরি করেছিল সেবারও। এবার আরও সরাসরি, তবে আক্রমণ সরাসরি বিজেপিকে। নিশ্চিতভাবে বিতর্কিত গান। লেখা, সুর, গায়ক পল্লবের নিজেরই।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version