Wednesday, December 17, 2025

ছাড় প্রত্যাহার: তৃণমূল বিধায়ক খুনের মামলায় চাপে মুকুল

Date:

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ওই মামলা থেকে অব্যাহতি না দেওয়ার নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত। আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এই নির্দেশ দিয়েছেন। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, “আবেদনকারী মিলন সাহা আর্জি জানান ,মুকুল রায় এবং জগন্নাথ সরকারকে তৃণমূল বিধায়ক খুনের মামলা থেকে বেকসুর খালাস করা আইনবিরুদ্ধ হয়েছে৷ বিচারক এই আর্জিকেই মান্যতা দিয়েছেন।”

2018 সালের 9 ফেব্রয়ারি, সরস্বতী পুজোর আগের রাতে হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই গুলিতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ বিশ্বাস। মুকুল রায় এবং জগন্নাথ সরকারের নামে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তদন্তে নেমে CID গ্রেফতার করে 5 জনকে ৷ এর মধ্যে 3 জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। উপযুক্ত প্রমাণের অভাবে CID দু’জনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়৷ ওই ফাঁক দিয়েই দু’জনের সঙ্গে মুকুল রায় এবং জগন্নাথ সরকারও মামলা অব্যাহতি পেয়ে যান। গত 20 আগস্ট মামলার আবেদনকারী মিলন সাহা আদালতে ‘রিভিশন পিটিশন’ দাখিল করে দাবি করেন, মুকুল রায় আর জগন্নাথ সরকারের বিষয়ে তদন্ত প্রক্রিয়া এখনও যেহেতু শেষ হয়নি, তখন তাঁদের অব্যাহতি দেওয়া আইনি দিক দিয়ে ঠিক হয়নি। ওই আদেশ সংশোধন করা হোক।
এই আর্জির ভিত্তিতেই রানাঘাট আদালত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ওই মামলা থেকে অব্যাহতি না দেওয়ার নির্দেশ দিয়েছেন৷

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version