সাগরমেলার প্রস্তুতি ঘুরে দেখলেন দমকল মন্ত্রী

সামনেই গঙ্গাসাগর মেলা। এবার এই মেলায় রেকর্ড ভিড় হবে বলে মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম হবে মেলায়। তাই আগে থেকেই তৎপর প্রশাসন। এখন থেকেই পালা করে মেলার প্রস্তুতি পর্যবেক্ষণে যাচ্ছে রাজ্যের মন্ত্রীরা।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায় গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন প্রথমে কপিলমুনির মন্দিরে পুজো দেন তিনি। এরপর বিভাগীয় আধিকারিক, পুলিশ এবং বিধায়কের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে জানানো হয়, নিরাপত্তার জন্য সাগরে আগুন জ্বালানো যাবে না। যারা আগুন জ্বালাবেন তাঁদেরকে জরিমানা করা হবে। প্রয়োজনে মামলাও দেওয়া হতে পারে। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দমকল বিভাগের কর্মীরা ওই এলাকায় নজরদারি চালাবেন। ঘন্টায় ঘন্টায় চলবে এই নজরদারি।

আরও পড়ুন-ছাড় প্রত্যাহার: তৃণমূল বিধায়ক খুনের মামলায় চাপে মুকুল

Previous articleছাড় প্রত্যাহার: তৃণমূল বিধায়ক খুনের মামলায় চাপে মুকুল
Next article১০ জানুয়ারি কলকাতায় মোদি, পাল্টা বিক্ষোভ?