Monday, November 10, 2025

২০১৯-এ টাকা বাড়েনি, নীতীশ কুমারের গোয়ালে বেড়েছে গরু–বাছুর

Date:

নজিরবিহীনভাবে বছরের শেষদিনে নিজের স্থাবর- অস্থাবর সম্পত্তির হিসেব দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বছরশেষে নিজের সম্পত্তির হিসেব দেশের আর কোনও মুখ্যমন্ত্রী সম্ভবত দেননি৷

২০১৯ সালে টাকাপয়সা তো বাড়েইনি, উল্টে কমেছে। তবে উল্লেখযোগ্য সংখ্যায় নীতীশ কুমারের গোয়ালে বেড়েছে গরু-বাছুরের সংখ্যা!‌
বিহারের সরকারি ওয়েবসাইটে ২০১৯-এর শেষদিনে এমন তথ্যই আপলোড করা হয়েছে।
সরকারি তথ্য বলছে, গত ১ বছরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সম্পত্তি বা টাকা-পয়সা কিছুই বাড়েনি। বরং কমেছে। গত বছর যেখানে তাঁর হাতে ছিল ৪২ হাজার টাকা, এ বছর তা ৩৮ হাজারে নেমে এসেছে৷

তবে নীতীশের গোয়ালে বেড়েছে গরু-বাছুরের সংখ্যা। তথ্য অনুযায়ী, গত বছর নীতীশ কুমারের
৮ টি গরু ও ৬ টি বাছুর ছিলো। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ টি গরু এবং ৭ টি বাছুরে। বিহারের মুখ্যমন্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬ লক্ষ টাকার। আর স্থাবর সম্পত্তি রয়েছে ৪০ লক্ষ টাকার। যার মধ্যে দিল্লির দ্বারকায় একটি ফ্ল্যাটও আছে। তবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির দিক থেকে মুখ্যমন্ত্রীকে টেক্কা দিয়েছে তাঁর ছেলে নিশান্ত কুমার৷ প্রয়াত মায়ের সম্পত্তির মালিক হয়েছেন ছেলে নিশান্ত। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৯ লক্ষ টাকা। আর মোট স্থাবর সম্পত্তি রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার টাকার।

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদির মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ টাকা। পেশায় অধ্যাপিকা তাঁর স্ত্রী জেসি জর্জের নামেও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যাঙ্কে রয়েছে মোট ৮১ লক্ষ ৫৪ হাজার টাকা। স্ত্রীর নামেই আছে ৯৭ লক্ষ ১৮ হাজার টাকা৷ নীতীশ-মন্ত্রিসভার সবচেয়ে ধনী মন্ত্রী সুরেশ শর্মা। তিনি ৯ কোটি টাকার সম্পত্তির মালিক। আর সবথেকে গরীব মন্ত্রী নীরজ কুমার।

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version