পাকিস্তানের নয় হিন্দুস্তানের কথা আমরা শুনতে চাই, শিলিগুড়িতে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতা, পুরুলিয়ার পর এবার শিলিগুড়িতে এনআরসি বিরোধী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রধাননগর থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মিছিল হবে।

তিনি বলেন-

মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

এটা মানবিকতার লজ্জা।

এতদিন দেশে থেকে নাগরিকত্বের প্রমাণ কেন দেবো।

নিজেদের  ভবিষ্যৎ সুরক্ষিত করতেই পথে নামতে হয়েছে।

কারণ, আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে ।

কলকাতা, পুরুলিয়ার মতো এলআরসি ও সিএএ বিরোধিতায় উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান তিনি।

বাংলা ছাড়ব না ৷

কাউকে দেশ ছাড়তে দেব না ৷

শান্তিতে থাকব ৷

ধর্মের নামে দেশ টুকরো করছে BJP ৷

আমরা পাকিস্তানের কথা শুনতে চাইনা৷

পাকিস্তানের রাষ্ট্রদূতের মতো কথা বলছেন মোদি৷

হিন্দুস্তানের কথা বলুন প্রধানমন্ত্রী৷

ভোতার লিস্ট ভালো করে মিলিয়ে নিন৷

ইউপি, গুয়াহাটিতে আমাদের আটকানো হয়৷

ভবিষ্যতে ঠিকানা থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন৷

কারও অধিকার কেড়ে নিতে দেব না৷

হিন্দুস্তানের সঙ্গে পাকিস্তানের তুলনা করবেন না৷

Previous articleবিকট শব্দে কেঁপে উঠল নৈহাটি, কেন?
Next articleকড়া পদক্ষেপ রাজ্য সরকারের! ঘোষণা মতোই বেতন কাটলেন পার্শ্ব শিক্ষকদের, নেত্রী পেলেন ৩৭৬ টাকা