Friday, November 14, 2025

ফের বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান হওয়ার দাবি উঠল। এবার জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়ালের মেয়ে বলে নিজেকে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলা। এই দাবি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করেছেন কারমালা মোডেক্স। ৪৫ বছরের ওই মহিলার দাবি, তাঁর জন্মদাত্রী মা বিশিষ্ট গায়িকা অনুরাধা পাড়োয়াল। তাঁর থেকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন কারমালা। তিনি বলেছেন, ১৯৭৪ সালে তাঁর জন্ম হয় মহারাষ্ট্রে। যখন চারদিন বয়স, তখনই অনুরাধা ‘মেয়ে’কে তাঁর বন্ধু পোন্নাচান এবং তাঁর স্ত্রী অ্যাগনেসের হাতে তুলে দিয়েছিলেন। কারণ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে অনুরাধা তখন খ্যাতির শীর্ষে। সেনাবাহিনীতে কর্মরত অনুরাধা পাড়োয়ালের বন্ধু পোন্নাচান সেই সময় মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। সেই সূত্রেই অনুরাধা চারদিনের ‘মেয়ে’কে বন্ধু ও বন্ধুপত্নীর হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন কারমালা। পরে ওই দম্পতি শিশুটিকে নিয়ে কেরালায় চলে যান।

কারমালার দাবি, ৪-৫ বছর আগে তাঁর পালক বাবা পোন্নাচান যখন মৃত্যুশয্যায় তখনই তাঁর জন্ম বৃত্তান্ত জানিয়ে দেন। তিনি বলেন, বায়োলজিক্যাল মায়ের হদিশ পেয়ে তিনি অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোন করেন। কিন্তু তাঁর ফোন কেটে দেওয়া হয়। এবং নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন কারমালা। ২৭ জানুয়ারি এই মামলার শুনানি। ওইদিন অনুরাধা পাড়োয়ালকে দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের নিজের আত্মীয় বলে দাবি করার বহু নজির আছে। কিন্তু অনেক দাবি শেষপর্যন্ত ধোপে টেকেনি। এখন কারমালার দাবি আদালতে প্রতিষ্ঠিত হয় কি না সেটাই দেখার।

Related articles

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...
Exit mobile version