বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর (Prime Minister) মিথ্যাচারের কড়ায়-গণ্ডায় জবাব দিলেন মন্ত্রী ডা. শশী পাঁজা (Shashi Panja) ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
আরও পড়ুন: অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের
শশী পাঁজা বলেন, বাংলা থেকে গত ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে গিয়েছেন। কিছুই দেননি বাংলাকে। বাংলার প্রাপ্য বকেয়া রয়েছে ১ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা। আর মোদিজি বাংলায় এসে দাবি করেছেন, বাংলার জন্য যে টাকা আমরা সরাসরি রাজ্য সরকারকে পাঠাই, তার অধিকাংশই লুট হয়ে যায়! মোদিজি, রাজ্যের দিকে আঙুল তোলার আগে শ্বেতপত্র (white paper) প্রকাশ করুন। সঠিকভাবে দেখানো হোক, ২০২১ সালে বাংলার মাটিতে বিজেপির লজ্জাজনক হারের পর থেকে আপনার সরকার বাংলাকে কত টাকা দিয়েছে।
–
–
–
–
–
–
–