Sunday, August 24, 2025

দফতর পছন্দ না হওয়ায় মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা বিধায়কের

Date:

জোড়াতালির সরকার গঠন করে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার ফল কী হয়, শুরু থেকেই বুঝতে পারছে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন শিবসেনার বিধায়ক আবদুল সাত্তার। কয়েকবারের পুরনো এই বিধায়ক বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন এবং ঔরঙ্গাবাদ কেন্দ্র থেকে জিতে আসেন। উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে রাজনীতিতে নবাগত ও প্রথমবার বিধায়ক হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন। সেখানে প্রবীণ বিধায়ক সাত্তারকে রাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। দফতর বণ্টনে অখুশি হয়েই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। তবে শিবসেনার পরিষদীয় নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাঁকে বোঝানোর চেষ্টা করা হবে।

মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণে অখুশি কংগ্রেসও। দলীয় বিধায়করা নিজেদের অসন্তোষ জানিয়ে রাহুল গান্ধীর কাছে দরবার করেছেন। অন্যদিকে বিড জেলার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কি রাজ্য-রাজনীতির গতিপ্রকৃতি দেখে ক্ষুব্ধ হয়ে বিধায়ক পদই ত্যাগ করেছেন। রাজ্যের পরিস্থিতি দেখে কেন্দ্রীয় মন্ত্রী ও মহারাষ্ট্রের নেতা রামদাস অটোয়ালের কটাক্ষ, এখানে একটা অটোরিকশার সরকার তৈরি হয়েছে, যার তিনটি চাকা তিনদিকে ঘুরছে। মতাদর্শের মিল না থাকা তিন দল ক্ষমতার লোভে সরকার গড়লে কী হয়, দেখতে পাচ্ছে মহারাষ্ট্র।

আরও পড়ুন-ধর্মান্ধতা কোনও দেশ-কাল-পাত্র মানে না, কেন বললেন রাহুল?

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version